শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয়

করোনা সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে। উপজেলা পরিষদ মাঠে ট্রাকে করে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৫ লিটার তেল ১ কেজি ডাল ২ কেজি চিনি পাঁচশত পঞ্চাশ টাকায় বিক্রয় করা হয়। এতে তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। সামাজিক দুরুত্ব বজায় এবং নিয়ম তান্ত্রিকভাবে পণ্য সামগ্রী কিনতে প্রশাসনকে পুলিশ ও সেনাবাহিনী সহোযোগিতা করেন।

জানাযায়, সারাদেশে যখন করোনা নিয়ে মানুষ আতংকিত সাধারণ খেটে খাওয়া কৃষকশ্রেণী ও দিনমজুর ভ্যানচালকেরা ঘড়ের বাইরে বের হতে পারছেনা ঠিক সে সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে দেয়। সরকার টিসিবির মাধ্যমে এসব পণ্যসামগ্রী বিক্রয় শুরু করলে বাজার নিয়ন্ত্রণে চলে আসে। রমজান মাসে দ্রব্যমূল্য ঠিক রাখতে এর ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানান ডিলার উদয় সাহা।

ইউএনও মো. ছানাউল ইসলাম ক্রেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাড়ীর বাহির হবেন না। বাড়ীতে থেকে নিজেকে এবং দেশকে করোনার হাত থেকে মুক্ত রাখুন। সরকারী নিয়ম কানুন মেনে চলুন মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করুন।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আত্রাই ইউএনও অফিসের সাটিফিকেট সহকারীর শুদ্ধাচার পুরস্কার লাভ

সংবাদটি শেয়ার করুন