ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।সব মিলিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ৭ জন।
তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউন করে প্রশাসন। চট্টগ্রাম নগরে প্রবেশ কিংবা বের হওয়া বন্ধ করে দেয় পুলিশ।
আনন্দবাজার/তাতা