জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়ার সদর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল বিকেলে নিজর বাড়িতেই মারা যান তিনি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে যশোর থেকে কুষ্টিয়ায় আসা এক ব্যক্তি জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। ওই ব্যক্তি করোনা পজেটিভ কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ফলাফল এলেই জানা যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কি-না।
আনন্দবাজার/এস.কে