ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চৌকিদারের বাড়ি থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার

শেরপুরে চৌকিদার জহুরুল হকের বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এই চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকায়।

চৌকিদারের মোবাইল নাম্বারে ফোন দিলে তার ছেলে পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, মানিক নামের এক ব্যক্তি ওই চাল তাদের বাড়িতে রেখে গিয়েছিলেন। এ ব্যাপারে তারা কিছুই জানে না।

এই ঘটনার পর থেকে চৌকিদার জহুরুল হক পলাতক। বার বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেরপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন বলেন, আমাকে প্রশাসন থেকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন