মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলেন আরও এক সাংবাদিক

দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও একজন সাংবাদিক। তিনি একটি জাতীয় দৈনিকের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এ নিয়ে দেশে মোট তিনজন সাংবাদিক এই ভাইরাসে আক্রান্ত হলেন।এর আগে দুটি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নতুন করে করোনায় আক্রান্ত এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর সদস্য।

জানা গেছে, করোনায় আক্রান্ত ঐ সাংবাদিক দুই সপ্তাহ ধরে ভুগছিলেন সর্দি-কাশি জ্বরে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করালে তার কোভিড ১৯ পজেটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। তার সঙ্গে দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।

এর আগে গত ৩ এপ্রিল একটি টেলিভিশনের মাঠপর্যায়ের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ৯ এপ্রিল আরও একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। সেই সাংবাদিক এবং তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে এবং তার শ্বশুরকে বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  একদিনে সর্বোচ্চ ২৫২৩ আক্রান্ত, মারা গেছেন ২৩ জন

সংবাদটি শেয়ার করুন