করোনার করুণ সময়ে দিনমজুর, শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষজন কষ্টে আছেন। কারণ তাদের রোজগারের পথ এখন বন্ধ। তাই বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। তবে দু:সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। সবাইকে চমকে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এই দুই কিশোরী। মাটির ব্যাংকে জমিয়ে রাখা টাকা তুলে দিয়েছে অসহায় মানুষদের পাশে থাকার জন্য।
জানা গেছে, বিপ্লব দত্ত সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যানের দপ্তরে আচমকা এই দুই কিশোরী মাটির ব্যাংক নিয়ে হাজির হন। তারপর পৌরসভার চেয়ারম্যানকে বলেন, আমাদের টিফিন খরচ বাবদ জমানো অর্থ এখানে রাখা আছে দেশের এই দুঃসময়ে মানুষ খেতে পাচ্ছেনা অর্থ প্রয়োজন সরকারের। এদের খাবার তুলে দিতে হবে। আপনার কাছে আমাদের এই জমানো অর্থ তুলে দিতে এলাম। অর্থ পৌঁছে দিন সরকারের কাছে ওদের পেট ভরে খাবার ব্যবস্থা করুন।
আনন্দবাজার/এফআইবি