প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর প্রিন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তাসলিম আক্তার মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।
তিনি আরও জানান, তাসলিম আক্তারের জানাজা এবং দাফন-কাফন সরকারি নিয়মে করা হবে।
আনন্দবাজার/শাহী