করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এক ব্যক্তি ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় বেশ কয়েকবার যাওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর আজ বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখাটি লকডাউন করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সেই সাথে ওই শাখায় কর্মরত ১৫ কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। পুলিশের কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে জানান।
ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার প্রধান আলী তারেক পারভেজ বলেন, ‘ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে পুলিশ। আমরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চলে এসেছি।’
কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) মো: মহসীন বলেন, ‘চট্টগ্রামে গতকাল (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৩ জনের ১ জন গত ১ এপ্রিল অফিসের কাজে ওই ব্যাংকে এসেছিলেন। এরপর তার এক সহকর্মীও গত ৫ এপ্রিল ওই ব্যাংকে এসেছিলেন। এজন্য পুলিশের পক্ষ থেকে ওই শাখা লকডাউন করে ১৫ ব্যাংক কর্মকর্তা কর্মচারিকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য বলা হয়েছে। আপাতত আগামী ১৪ দিন ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখার কার্যক্রম বন্ধ থাকবে।’