ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরায় হচ্ছে দুই হাজার আইসোলেশন বেড

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অন্তত দুই হাজার আইসোলেশন বেড হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ১৫-২০ দিনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে ভিডিও কলে সরাসরি করোনাভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশকালে এসব কথা জানান তিনি।

এছাড়া রাজধানীর নর্থ সিটি সেন্টারকে ১ হাজার ৪০০ বেড এবং উত্তরার দিয়াবাড়ির পূর্ব নির্ধারিত ৪টি ভবনে আরও ১ হাজার ২০০ বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, একটি আইসিইউ ইউনিটে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে। দেশে ৫৫০টিরও বেশি ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি নতুন আরও ৩৮০টি ভেন্টিলেটর আনা হচ্ছে।

বর্তমানে দেশে সরকারি ও বেসরকারিভাবে মোট ১ হাজার ২৫৭টি আইসিইউ ইউনিট রয়েছে। যার মধ্যে সরকারি ৫২০টি এবং বেসরকারি ৭৩৭টি। এগুলোর মধ্যে ঢাকায় আছে ৯২৬টি এবং ঢাকার বাইরে রয়েছে ৩৪১টি। তার মধ্যে শুধু করোনার জন্য আইসিইউ প্রস্তুত রাখা আছে ১০০-১৫০টি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন