শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্নোটেক্স বিনামূল্যে পিপিই দিচ্ছে সাংবাদিকদের

করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানীমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবারহ করছে স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের।

বুধবার থেকে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিনামূল্যে পিপিই সরবরাহ করেছে দেশের প্রথম সারির অধিকাংশ প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে। এর ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য সংবাদ প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্ব তথা দেশের এই সংকটময় মুহূর্তে স্নোটেক্স থেকে সরবরাহকৃত এই পিপিই সম্পূর্ণ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। স্নোটেক্স পিপিইগুলো শতভাগ পলিস্টার টাফেটা এর উপরে পিইউ কোটিং এর ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে প্রস্তুত করেছে। এছাড়াও পিপিইটি তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার- ৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হচ্ছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  মাছ নিধনে ‘চায়না দোয়ারি’ ফাঁদ

সংবাদটি শেয়ার করুন