ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু: দাফন করতে না দেয়ায় নৌকায় পড়ে আছে লাশ

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক নারী গার্মেন্টকর্মী (৩৫)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা নাগাদ সদর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টে কাজ করতেন।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন তিনি। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করার পর বন্ধ হয়ে যায় শিল্প কারখানা। এরই মধ্যে গতকাল (বুধবার) তার শ্বাসকষ্ট শুরু হয়। রাতে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর নিজ বাড়িতে চলে আসেন তিনি। সকালে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে বটতলী এলাকায় ডাক্তার দেখাতে যান তিনি। সেখানেই মৃত্যু হয় তার। এরপর তার লাশ শ্বশুরবাড়ি কাজিরকান্দি গ্রামে নেওয়া হয়।

কিন্তু করোনা উপসর্গ থাকায় গ্রামের লোকজন তাকে এলাকায় দাফন করতে বাধা দেয়। পরে লাশ নিয়ে পুনরায় বাবার বাড়ি আলোকবালীর উদ্দেশে রওনা দেয় স্বজনরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশ নদীর ঘটে নৌকাতেই পড়ে আছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইবরাহিম টিটন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত নারীর নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগের একটি দল ইতোমধ্যেই রওনা হয়েছে। নমুনা সংগ্রহ শেষ হলেই তার লাশ দাফন করা হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন