রোহিঙ্গা ক্যাম্প থেকে এম্বুলেন্সে করে ২০ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ৩ পাচারকারীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাচারকারী ঐ দল রোহিঙ্গা ক্যাম্পে লাশ পৌঁছে দিয়ে আসার পথে ইয়াবার ঐ চালান নিয়ে আসছিল বলে জানা গেছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহরের লিংক রোডস্থ কুদরত উল্লাহ সিকদারের অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।
মানস বড়ুয়া জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে এক রোহিঙ্গার লাশ নিয়ে যায় এ্যম্বুলেন্সটি। পরে লাশটি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেয়। ফেরার পথে উখিয়া টিভি স্টেশনের পাশের আক্তার কামাল নামে এক রোহিঙ্গার বাড়ি থেকে ইয়াবার চালানটি নিয়ে এ্যম্বুলেন্সে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পাচারকারীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করা হয়।
পাচারকারীরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উলুবনিয়া মধ্যমপাড়া বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মো. আব্দুস শুক্কুর প্রকাশ সাইফুল (২৬), ভোলা তজুমুদ্দিন কোরালমারা এলাকার খাসেরহাট বাংলাবাজারের পাশের লামচি বাসিন্দা মমতাজ মিয়ার ছেলে মো. সোহাগ (২৩) ও চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব নলুয়া মরফলা মোনাবর বাড়ী, কাশেম মেম্বারের এলাকার বাসিন্দা মৃত মো. সফির ছেলে মো. ইলিয়াছ প্রকাশ ইমন (৩০)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১)এর সারণী ১০(গ)/৪১/২৬ ধারায় মামলা করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস