দুইদিনে দুই রোগী পালিয়ে গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আবেদন জানিয়েছে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েন করার জন্য। এই তথ্য নিশ্চিত করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
জানা যায়, ৪ এপ্রিল ৬৫ বছরের এক ব্যক্তি জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভোলা জেলার সদর উপজেলায় তার বাড়ী। ৭ এপ্রিল সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আরও জানা যায়, ৫ এপ্রিল ৩৫ বছরে এক নারী জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। বরগুনা জেলার সদর উপজেলায় তার বাড়ি। ৬ এপ্রিল সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে। এ রকমঘটনা যেন আর না হয় সে জন্য ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ছয়জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের জন্যও অনুরোধ করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে