ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পালিয়ে যাওয়া করোনা রোগী রাজবাড়ী থেকে উদ্ধার

সোনিয়া (২৮) নামের এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে নিজ গ্রাম রাজবাড়ীতে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছে সদর থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন থেকে পুলিশ ঐ করোনা রোগীকে উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ৪ এপ্রিল (শনিবার) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনাভাইরস সন্দেহ হলে তার শরীরে করোনাভাইরাসের জীবানু ধরা পড়লে পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল দুপুরে পালিয়ে রাজবাড়ীর দাদশী ইউনিয়নের নিজ বাড়িতে চলে আসে সোনিয়া।

পুলিশ খবর পেয়ে রাত ৩টার দিকে দাদশী ইউনিয়নের সোনিয়া ও তার স্বামীর বাড়ি ঘিরে রাখে। রাজবাড়ী সিভিল সার্জন ও রাজবাড়ী সদর থানা পুলিশ সোনিয়া ও তার স্বামী মালেক সরদারকে ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, সোনিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ তথ্য আমাদের কাছে রয়েছে। সুতরাং আমরা দাদশী ইউনিয়নের সোনিয়ার বাড়িসহ বেশ কিছু এলাকা লকডাউনের সিধান্ত গ্রহণ করেছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন