ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে প্রধানমন্ত্রীর নিষেধ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে করোনাভাইরাস প্রকোপের মধ্যে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি নিজে এ তথ্য জানান।

করোনাভাইরাস প্রতিরোধে নোয়াখালীর কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের সাথে অবশ্য মন্ত্রী থাকতে পারতো। কিন্তু তাকে আমি বাসা থেকে বের হতে মানা করেছি। কোথাও না যেতে বলেছি ওবায়দুল কাদেরকে।

গেল বছরের মে মাসে সিঙ্গাপুরে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসার পর দেশে ফেরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভপালমোনারি ডিজিজ) ভুগছিলেন।

গত বছরের ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি হলে এনজিওগ্রামে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে ওবায়দুল কাদেরের। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। পরবর্তীতে আড়াই মাস চিকিৎসা নিয়ে তিনি দেশে ফেরেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন