পরিবর্তন আসতে যাচ্ছে পুলিশের মহাপরিদর্শক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক পদে। পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র্যাব এর মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র্যাবের নতুন মহাপরিচালক হতে যাচ্ছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন আইজি নিয়োগের জন্য দ্রুত সারসংক্ষেপ পাঠাতে মন্ত্রী ও সচিবকে নির্দেশনা দেন। এরপর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, যুগ্মসচিব (পুলিশ-১) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসকে নিয়ে এক বৈঠকে সারসংক্ষেপ তৈরি করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হবে চলতি মাসের ১৩ তারিখ। তার স্থলে র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে ৩০তম আইজি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বর্তমান আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস