ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন রাসেল

মানুষকে লাইনে দাঁড় না করিয়ে, গনজমায়েত না করে উলটো মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল (রাসেল সরকার)। ফজরের সময় সবাই যখন ঘুমিয়ে, তখন সবার অলক্ষ্যে ঘরের দরজার সামনে ত্রাণসামগ্রী রেখে আসেন তিনি।

এদের কেউ নিম্নবিত্ত কেউবা আবার মধ্যবিত্ত। যারা লোকলজ্জার কারণে সহায়তা নিতে যায় না,হাত পাতে না কারো কাছে। এমন প্রায় দুই হাজার মানুষের ঘরের সামনে খাদ্য সামগ্রী রেখে এসেছেন রাসেল সরকার নামের এই মহৎ হৃদয় নেতা।

কারও নাম প্রকাশ না করে নিজে গিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। ফজর নামাজের আগেই দুই হাজার পরিবারের জন্য বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করেছেন তিনি। আবার অনেকে তার বাসভবনে এসে নিয়ম মেনে নিজ হাতে নিয়ে গেছে ত্রাণসামগ্রী।

নাম প্রকাশ না করার শর্তে ত্রাণসামগ্রী পাওয়া একজন মধ্যবিত্ত বলেন, আমরা কখনই কারও কাছে হাত পেতে কিছু নিতে পারবো না। লোকলজ্জার ভয়ে আমরা কার কাছে ত্রাণ চাইবো। ভোরে ঘুম থেকে দরজা খুলেই দেখি একটা বড় আকারের ব্যাগ। ব্যাগে নিত্যপণ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এভাবেই প্রকাশ্যে নয়, জেনে-শুনে লিস্ট করে গোপনে ত্রাণ বিতরণ করায় আমরা খুশি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন