ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফারী পার্কে নতুন অতিথি

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আবারো জেব্রার ঘরে শাবকের জন্ম হয়েছে। নতুন এই শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা ১৮টিতে দাঁড়ালো।

শনিবার (৪ এপ্রিল) সকালে জন্ম নেওয়া শাবকটি মাদী। সাফারী পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্ক প্রতিষ্ঠালগ্নে বেশ কয়েকটি জেব্রা আনা হয়েছিল। দেশীয় আবহাওয়ার সাথে সহজেই খাপ খাইয়ে নেয়ায় গত ৫বছর ধরে জেব্রাগুলো নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। নতুন জন্ম নেওয়া এই শাবক নিয়ে পার্কে মোট জেব্রার সংখ্যা ১৮টিতে দাড়ালো। এর মধ্যে ৭টি পুরুষ ও ১১টি মাদি।

এদিকে গত শনিবার ভোরে জন্ম হওয়া শাবক ও তার মা এখন সুস্থ রয়েছে। শাবক ও তার মায়ের পুষ্টি বিবেচনায় প্রধান খাবার ঘাস এর পাশাপাশি ছোলা, গাজর ও ভূসি দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, জেব্রা অশ্ব পরিবারের আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী যারা স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য অধিক পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের জন্য আলাদা থাকে। এরা সামাজিক প্রাণী। ছোট ছোট, দলে দলে পাল তৈরী করে এরা ঘুরে বেড়ায়। জেব্রা সাধারনত ৮ফুট পর্যন্ত লম্বা হয়, ওজন হয় প্রায় ৩০০কেজি পর্যন্ত। ডোরার পাশাপাশি জেব্রার ঘাড়ে কেশর সদৃশ খাড়া চুল আছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন