ঢাকা | রবিবার
২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছেছে আইসিইউ’র যন্ত্রপাতি

সম্প্রতি মহামারি করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনের যন্ত্রপাতি হাসপাতালে এসেছে বলে জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে তিনি গনমাধ্যমকে বিষয়টির ব্যাপারে অবহিত করেন।

ডাঃ অসীম জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধার ব্যবস্থা সংযোজন করা হচ্ছে। এরই মধ্যে ১০টি আইসিইউ বেডের যন্ত্রপাতি আমাদের কাছে চলে এসেছে। এখন শুধু ঢাকা থেকে একটি টিম এসে যন্ত্রপাতি বসানোর কাজ শুরু করার অপেক্ষা।

এদিকে, এর আগে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

তবে দুর্যোগকালের জন্য এরইমধ্যে চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার কথা জানান সিভিল সার্জন। সময়ের গুরুত্ব বিবেচনা করে চারটি ধাপে এসব হাসপাতালের আইসিইউ ব্যবহার করা হবে।

এছাড়া, করোনা চিকিৎসায় চট্টগ্রামের বিআইটিআইডি এবং জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন