বিভিন্ন জেলায় অবস্থান করা তাবলিগ জামাতের সকল সদস্যকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের প্রাণকেন্দ্র দিল্লির নিযামুদ্দিন মারকাজ পন্থিদের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
মো. ইউনুস শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন চিল্লা তথা চার মাস, ১ চিল্লা (৪০ দিন) ও মাস্তুরাত তথা নারীদের জামাতে যারা রয়েছেন তারা নিজ নিজ বাড়ি ফিরে যান। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন। বাড়ি গিয়ে দোয়া, কোরআন তেলোয়াত ও অন্যান্য এবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।
কাকরাইলের শুরা ও অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের কোথাও ওয়াজ-মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগ তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা থেকে বিরত থাকতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস