ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

নারায়ণগঞ্জ সদরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এই ঘটনার পরপরই হাসপাতালটির জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন।

সোমবার (৬ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

ডা. ইমতিয়াজ জানান, গত ৩০ মার্চ বন্দরে করোনাভাইরাসে মারা যাওয়া নারী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। যার কারণে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আজকেই আমরা জানতে পেরেছি হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। রিপোর্টটি হাতে পাওয়ার পরই আমরা জরুরি বিভাগের সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই জরুরি ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজনে এটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা জেনেছি ইতিমধ্যে করোনা পজিটিভ হওয়ায় জরুরি বিভাগের একজন চিকিৎসক আইসোলেশনে আছেন। তাই করোনা সংক্রমণ রোধ করতে পুরো হাসপাতালকে জীবাণুনাশক দিয়ে ধুয়ে মুছে আবার চালু করা হবে। এছাড়া যতদিন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলবে ততদিন জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বহির্বিভাগ চালু থাকবে তাও সীমিত পরিসরে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন