দেশব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনা। করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে দেশের সকল প্রতিষ্ঠান। সমাজে উচ্চবিত্তদের দিন ভালোভাবে কাটলেও কাটছেনা নিম্নবিত্তদের দিন। সমাজের এসব নিম্নবিত্তের পাশে এগিয়ে আসছে সবাই, এগিয়ে এলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফোরামও (এফএফএফ)।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফোরামের পক্ষ থেকে গরীব দুঃস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মাটিকাটা, ভাষানটেক, মানিকদি, বাউনিয়া, দেওয়ানপাড়া এবং তেজগাঁও একটি আশ্রমে বিতরন করা হয়।
এফএফএফ এর দেওয়া ত্রাণের লিস্টে, চাল ৪০ বস্তা, আলু ৪৬০ কেজি, পিয়াজ ২৫০ কেজি, তেল ২৫০ কেজি, ডাল ২৫০ কেজি, লবণ ২৫০প্যাকেট, সাবান ২৫০ পিছ, ব্লিচিং ৫০কেজি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেয়া হয়।
এফএফএফ এর স্বপ্নদ্রষ্টা ও ফাউন্ডার, সংগঠনটির চিফ পেট্রন দেলোয়ার হোসাইনের নির্দেশনায় সংস্থাটির প্রাইম মেম্বার মাহাবুব হাসান খান যুবরাজ, সগীর, মামুন কবি রাফি, মামুনুর রশীদ,কানন, সাব্বির প্রমুখ মিলে পুরো আয়োজনটি সঠিকভাবে সম্পন্ন করেন।
উল্লেখ্য, এফএফএফ এর ভলান্টিয়ারি সহযোগী সংগঠন নিউ জেনারেশন অব রমিজউদ্দিন (এনজিআর) এর এক ঝাঁক তরুন তুর্কী কর্মীগণ স্বশরীরে মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ করেছেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন রেদওয়ান হৃদয়, নওফেল, আমিনুল, অপু, নাইম, আপন, আব্দুল্লা, আসিফ, রবিউল, মায়নুল, ফরিদুল, শিপন, অন্তু, রায়হান, মানিক, নিলয়, সামিউল, সাইম, ইফতি,তানজিলা প্রমুখ।
মানবতার জয় হউক
আনন্দবাজার/শাহী