ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ছাড়লেন ১৭৮ জন রাশিয়ান নাগরিক

বিশেষ একটি ফ্লাইটে করে বাংলাদেশ ছেড়েছেন ১৭৮ রাশিয়ান নাগরিক। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে বি৬৬৩ ফ্লাইটটি ১৭৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

এর আগে প্রথম দফায় ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক এবং দ্বিতীয় দফায় ৫ এপ্রিল ৩২২ জন মার্কিন নাগরিক বাংলাদেশ ছাড়েন। এছাড়া ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ভুটানের ১৩৯ জন নাগরিক এবং ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক  বিশেষ ফ্লাইটে করে নিজ দেশে ফিরে গেছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন