ঢাকা | রবিবার
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম আইসোলেশনে ওয়ার্ডে মুক্তিযোদ্ধার মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় সীতাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, প্রায় ৬০ বছর বয়সী এই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। আজ বিকেল ৩টায় তার মৃত্যু হয়। ইতোমধ্যেই তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, সারাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২৩ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে তিনজন রোগী শনাক্ত হয়েছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন