চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ২৩ দিনের নবজাতককে ৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতের এই ঘটনা জানাজানি হলে শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান নবজাতকটিকে উদ্ধার করেন।
নবজাতকের পিতা পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি উক্ত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালা গাজী চৌধুরী বাড়ির নজির আহাম্মদের ছেলে। গত ১১ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ছেলেটির জন্ম হয়। তবে নবজাতক তার মায়ের (সুমি আক্তার) বুকের দুধ পাচ্ছে না এবং তাকে গুঁড়া দুধ কিনে খাওয়ানোর সামর্থ বাবার নেই বলে বিক্রি করে দিয়েছে, এমনটা দাবি নুর আহাম্মদের।
তিনি বলেন, তার পরিচিতি দুবাই প্রবাসী মো. মুছা নামের এক আত্মীয়ের মারফতে অন্য একজন ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকায় ছেলেকে দত্তক দিয়েছেন তিনি। কারণ সংসার চালতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এছাড়াও তার আরও সিয়াম (৫) নামে ছেলে ও সামি (৩) নামে মেয়ে সন্তান আছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ঘটনাটি শুনে তার মা-বাবাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানের মাধ্যমে উপজেলায় ডাকা হয়েছে। নবজাতকের পিতা তার কৃতকর্মের জন্য সবার কাছে লজ্জিত হয়েছেন। এবং নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনন্দবাজার/তা.তা