করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরী নম্বরগুলোতে প্রায় এক লাখ কল এসেছে। জরুরী যোগাযোগের জন্য এই নম্বারগুলোতে মোট ৯৭ হাজার ৯৪৮টি ফোনকল এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ব্রিফ করে এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে গত চব্বিশ ঘণ্টায় মোবাইল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬৮ হাজার ৮৭৬টি ফোন কল এসেছে। এই নম্বরে সর্বমোট এসেছে ১২ লাখ ৩২ হাজার ৯৬টি কল। আর ৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৯৪টি ফোনকল এসেছে। এ নম্বরে সর্বোমোট এসেছে ৪৩ হাজার ৭৬৯টি কল।
তিনি আরও বলেন, আইইডিসিআর এর হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৮টি ফোন এসেছে। এ নম্বরে মোট এসেছে ৯৪ হাজার ৭৬৮টি কল। করোনা সন্দেহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গত ২৪ ঘন্টায় এ নম্বরগুলোতে ৯৭ হাজার ৯৪৮টি ফোনকল এসেছে। আর সবমিলিয়ে এসেছে ১৩ লাখ ৭০ হাজার ৫৮৩টি কল।
আনন্দবাজার/ডব্লিউ এস