শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হতদরিদ্রের পাশে দাঁড়ালো কাপ্তাই নৌবাহিনী

বিশ্ব মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে সারাদেশে। সংক্রমণ মোকাবিলায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর, বড়ইছড়ি, কলেজ রোড, বড়ইছড়ি বাজার, ওয়াগ্গা যৌথ খামার, হেডম্যান পাড়া ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়েছে। পাশাপাশি দুঃস্থ ও অসহায় ১০০ টি পরিবারের সাহায্যার্থে এগিয়ে এলো কাপ্তাই নৌবাহিনী।

রবিবার (৫ এপ্রিল) কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটস এর সহযোগিতায় নৌসদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন। এইসময় নৌ সদস্যরা ১০০ জন হতদরিদ্র পরিবারের নিকট গিয়ে জীবানুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেন।

এছাড়া, নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  বিনা পারিশ্রমে কাপ্তাই বড়ইছড়িতে তৈরী করা হয় আগামীর ফুটবলার

সংবাদটি শেয়ার করুন