ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বর শ্বাসকষ্ট নিয়ে নেত্রকোনায় এক নারীর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নূরনাহার নামে এক নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। ৪৫ বছর বয়স ছিল তার। ধারণা করা হচ্ছে ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাই তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা। বেলা দেড়টার দিকে সরকারি নির্দেশনা মেনে ওই নারীর দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, নূরুন্নাহার উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদার পাড়া গ্রামে থাকতেন। রবিবার ভোর ৬টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি দুইদিন ধরে শ্বাসকষ্ট, পাতলা পায়খানা এবং জ্বরে ভুগছিলেন।

তিনি আরও বলেন, রোগী ও তার সংস্পর্শে আসা লোকজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১০টি পরিবারকে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন