ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় কাজ করছে পুলিশ। সরকার ঘোষিত সাধারণ ছুটির শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল পুলিশ। এবার ঢাকায় প্রবেশে এবং ঢাকা থেকে বের হওয়ায় পুলিশ জারি করলো বিশেষ সতর্কতা।

পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত কাউকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেয়া হবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সকল সম্মানিত নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, নভেল করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানীকে কেন্দ্র করে মানুষের আগমন-বহির্গমন ঠেকাতে কঠোর হতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার বাইরে থেকে ছুটে আসা শ্রমিকসহ সাধারণ মানুষ যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইজিপির নির্দেশ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন