শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন আক্রান্তদের মধ্যে শিশু আর যুবকই বেশি!

দেশে আরও ৯ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে গত ২৪ ঘন্টায়। বাংলাদেশে একদিনে করোনা রোগী শনাক্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এটা। নতুন করে শনাক্তদের মধ্যে দুজনের বয়স ১০ এর নিচে। আর এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৭০ জন।

শনিবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সের নিচে দুই শিশু রয়েছে। তিন জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। এক জনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। আর অন্য এক জনের বয়স ৯০ বছর।

তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  তিনদিনের মধ্যেই আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন

সংবাদটি শেয়ার করুন