ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবালয়ে খাদ্য সহায়তা নিয়ে মানুষের দুয়ারে ইউএনও , এসিল্যান্ড

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের কাছে সরকারের খাদ্য সামগ্রী পৌছে দেয়ার মহতী কাজ করে চলেছে শিবালয় উপজেলা প্রশাসন।

ইউএনও মাঠপর্যায়ে জনগণের বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সচেতন করছেন এবং বাজার মনিটরিং করে ইতোমধ্যে শিবালয় উপজেলা প্রশাসনের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনগণ ও প্রশাসনের সেতুবন্ধন ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের মাঠে থেকে জনসম্পৃক্ততা ইতোমধ্যে সারা এলাকায় প্রভাব বিস্তার করেছে।

এ বিষয়ে এসিল্যান্ড জাকির হোসেন জানান, “আমরা উপজেলা প্রশাসন ইউএনও স্যারের নেতৃত্বে করোনা মোকাবেলায় তৎপর রয়েছি। আমরা জনগণের কল্যাণ নিশ্চিত করতে মাঠে নেমেছি। শিবালয় উপজেলার অসহায় ও নিম্নবিত্ত মানুষের বাড়ি বাড়ি সরকারি সহায়তা পৌঁছে দিয়ে তাদের পাশে আমরা থাকতে চাই। আমরা চাই সকলে নিজের বাড়িতে অবস্থান করুক। আমরা মানুষের বাড়ি বাড়ি যেয়ে সরকারি সহায়তা পৌঁছে দিচ্ছি। সুতরাং চলমান সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি।”

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন