শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে কাপ্তাইয়ে চলছে নিরন্তর প্রচারনা

তথ্য অফিসের করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। কাপ্তাই তথ্য অফিসের কর্মীরা প্রতিটি ইউনিয়ন এ গিয়ে বিশ্ব মহামারি  করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনা মূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করছেন।

এসময় তারা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে থাকা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোঁয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করা সহ বিভিন্ন সচেতনতামূলক তথ্য প্রচার করছেন।

কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে এলাকাবাসীদের সচেতন করার লক্ষে আমরা নিয়মিত মাইকিং এবং প্রচার পত্র বিলির মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কোন কর্মীর ছুটি নাই, সকলে মিলে এই কার্যক্রমে অংশ নিচ্ছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, জনগণকে করোনাভাইরাস সংক্রমণ হতে সচেতন হবার লক্ষে প্রচার কার্যক্রমে উপজেলা প্রশাসনকে সহায়তা করে আসছেন কাপ্তাই তথ্য অফিস।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ১৫ জন প্রাণ হারালো করোনা পরীক্ষা করতে গিয়ে

সংবাদটি শেয়ার করুন