ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে সেনাবাহিনীর সর্তকতামূলক প্রচারণা

স্বরূপকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সরকার নির্দেশিত বিধি কঠোরভাবে মেনে চলতে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩ এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম জগন্নাথকাঠি বন্দর, মিয়ারহাট ও ইন্দ্রেরহাট বন্দরসহ উপজেলার গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজার, সড়ক ও আশেপাশের এলাকায় সর্তকতামুলক প্রচারণা চালায়।

সেনা সদস্যরা জনগনকে ঘরে থাকার পাশাপাশি সরকারে নির্দেশনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারি দেন। এদিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুররী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে  আইনগত ব্যবস্থা নেন। এছাড়া জগন্নাথকাঠি বন্দরের হার্ডওয়ার ব্যবসায়ী শামিমকে ৫ হাজার ও অসীম দাসকে ৩ হাজার এবং মাহমুদ কাঠি বাজারের প্লাষ্টিক সামগ্রীর দোকানদার অলিউল্লাহে ১ হাজার সহ মোট ৯ হাজার টাকা জরিমানা করেন দোকান খোলা রাখার কারণে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন