ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৮ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ

প্রানঘাতী করোনা ভাইরাস রোধে কাজ করছে বরিশালের জেলা প্রশাসন। সরকারের দিকনির্দেশনা মেনে বরিশালের জেলা প্রশাসকের নেতৃত্বে দিনরাত কাজ করছে উপজেলা নিবার্হী কর্মকর্তাগণ। জনপ্রতিনিধি, পুলিশ, র‌্যাব ও শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনকে সহায়তা করছে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে।

জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ঘরে ঘরে গিয়ে সাত হাজার ৯৪৬ পরিবার কে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু ও সাবানসহ ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে।

সরকার এ জেলায় দুই এপ্রিল পর্যন্ত ২৭ লাখ টাকা ও চাল ৬০০ মেক্টিটন চাল বরাদ্দ করেছে। যা ত্রাণ সহায়তা হিসেবে সরবরাহ করা হচ্ছে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশালে এই ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। করোনা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ঘোষিত ৩১ টি পরামর্শ পালন করতে বলা হচ্ছে সবাইকে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন