করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন।
এদিকে, যুক্তরাজ্যে নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে মোট বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯। বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের তথ্যমতে এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন।
এছাড়াও সৌদি আরবে ৩ জন, ইতালি এবং কাতারে ২ জন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন। ঢাকায় তাবলিগ জামাত সূত্রে জানা যায়, গাম্বিয়ায় মারা যাওয়া ইমাম আফ্রিকার দেশটিতে তাবলিগের চিল্লায় অংশরত ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত কয়েক’শ বাংলাদেশি করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে ও জার্মানিতে ১০ জন।
আনন্দবাজার/শাহী