ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফোন পেলেই খাবার নিয়ে হাজির রোমান

প্রাণঘাতী ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সবার অবস্থান এখন ঘ‌রে ঘরে। চারপাশ জুড়ে নিরবতা। ফ‌লে খে‌টে খাওয়া নিম্নবিত্ত মানুষগু‌লো প‌ড়ে‌ছে বিপ‌দে। তা‌দের নেই কো‌নো আয় রোজগার। আর এমন সম‌য়ে তা‌দের পা‌শে এ‌সে দা‌ড়ি‌য়ে‌ছে ফ‌রিদপু‌রের খাইরুল ইসলাম রোমান।

সম্প্রতি রোমান নি‌জের ফেসবু‌কে একটি স্ট্যাটাস দি‌য়ে জা‌নি‌য়েছেন, “কা‌রো য‌দি খাদ্যসাম‌গ্রি প্র‌য়োজন হয় অথবা আশেপা‌শের কেউ যদি দরিদ্র থা‌কে তা‌কে যে‌নো ফোন দেয়া হয়। ফোন দি‌লেই চ‌লে যা‌বে খাদ্যসামগ্রী।” প্রায় সা‌ড়ে ছয় হাজার শেয়ার হয় পোস্ট‌টি।

এরপর থেকে অসংখ্য দ‌রিদ্র মানুষ ও অন্যান্যরা ফোন দিলেই পৌ‌ছে যায় রোমা‌নের খাদ্যসামগ্রী। গেল ক‌য়েক‌দি‌নে তার নে‌তেৃ‌ত্বে ৫০০ অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেন।

দেশে কার্যরত লকডাউন শুরু হলে তিনি ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে স্ট্যাটাস‌টি দি‌য়ে‌ছি‌লেন। সেখানে তিনি তার ব্যক্তিগত ফোন নাম্বারটি ব্যবহার করেন। সেই মোবাইলে আসা তথ্যের ভিত্তিতে তিনি সকলের কাছে গিয়ে খাবার পৌছে দিয়ে আসেন। এভাবে তিনি ফরিদপুর শহরের আনাচে কানাচে এবং ফরিদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে অসহায় দারিদ্র পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌছে দেন নিজ দায়িত্বে।

রোমানের খাদ্যসামগ্রীর ম‌ধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ১ টা সাবান এবং একটি হ্যান্ড স্যানিটাইজার।

খাইরুল ইসলাম রোমান জানান,যদিও আমাদের কাছে পরিমানটা সামান্য তবে অসহায় পরিবারের কাছে এটাও অনেক কিছু। গণহা‌রে বা রাস্তায় আমরা এসব খাদ্যসামগ্রী বি‌লি ক‌রি‌নি। যাদের সত্যিই প্রয়োজন আমরা তা‌দের খোঁ‌জে নিয়ে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন