বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদগুলোতে সংক্ষিপ্ত খুতবায় নামাজ পড়ার আহ্বান

শুক্রবার (৩ এপ্রিল) এর জুম্মার নামাজে বাংলা বয়ান নিরুৎসাহিত করে সকল মসজিদে সংক্ষিপ্ত খুতবা এবং ফরজ নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নামাজের কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার অনুরোধও জানিয়েছে সংস্থাটি।

বয়স্ক মুসুল্লি এবং হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা থাকা সবাইকে বাসায় বসে নামাজ আদায় করতে বলা হয়েছে। এছাড়া যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

দেশের সকল মুসুল্লিদের ফরজ নামাজ মসজিদে পড়ে বাকি সুন্নত ও নফল নামাজ বাসায় বসে পড়তে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে মসজিদে নামাজ আদায় করা একেবারে বন্ধ রাখা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা বেগবান করার আহ্বান

সংবাদটি শেয়ার করুন