ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লার্ভা পাওয়া গেলে জরিমানা হবে ভবন মালিকদের

সাধারণ ছুটি চলাকালীন ঢাকাকে শতভাগ পরিষ্কার করতে দুই সিটি করপোরেশনকে পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢাকায় মশা নিধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এ পরামর্শ দেন।

মশা নিয়ন্ত্রণে মোট ১২টি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী তাজুল ইসলাম। এসময় ঢাকার নালা, খাল, ডোবা পরিষ্কারের পাশাপাশি বন্ধ থাকা সকল সরকারি অফিস-আদালত পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। ভবনে মশার লার্ভা পাওয়া গেলে মালিকদের জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী।

এছাড়া মশক নিধনে সকল মন্ত্রণালয়কে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পরামর্শ দেন তাজুল ইসলাম। কমিটি গঠন করে ঢাকার প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে কার্যক্রম পরিচালনা করার আহ্বানও জানান তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন