ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছে হিজড়ারা

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উদ্যোগ ও প্রচেষ্টায় অসহায় বস্তিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিল ‘বৃহন্নলা’। বুধবার (১ এপ্রিল) কমলাপুর টিটি পাড়া বস্তি এলাকার প্রায় শতাধিক পরিবারের হাতে তার পৌছে দেয় এই ত্রাণ।

প্রতিটি খাবারের প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, আলু এবং সাবান দেয়া হয় যা দিয়ে তারা তিন দিন চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিতরণকালে বৃহন্নলা-ঢাবি ও চবির সভাপতিসহ উপস্থিত ছিলেন ৪ জন হিজড়া সদস্য।

সারাবিশ্ব ভয়াবহ মহামারী দ্বারা কাবু হয়ে আছে। ভয়াবহতা এড়াতে অন্যান্য দেশের মত লকডাউনে থাকায় বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। এমন পরিস্থিতে অন্যান্য সংগঠনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহণ করে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাওয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন ‘বৃহন্নলা’।

বৃহন্নালা’র এ উদ্যোগে অর্থ সহায়তা প্রদাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থী সহ অনেকেই। দেশের এমন দুর্যোগে সমাজের সদা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মানবসেবার এ কার্যক্রম আমাদেরকে তাদের সম্পর্কে নতুন করে আরেকবার ভাবিয়ে তোলে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন