প্রানঘাতী করোনা ভাইরাস রোধে ঘর বন্দী হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। এই দুস্থ এবং খেটে খাওয়া মানুষদের বাড়ীতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার বিকালে তিনি আশুলিয়ার কন্ডা মাঁঝিপাড়া এলাকায় এসে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রায় ৭৫০০ দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং ১ কেজি লবণের প্যাকেট বিতরণ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়েছেন সারাদেশে সাধারণ ছুটি দেওয়ায়। ফলে তারা খাদ্য সংকটে পড়েছে। তাই সরকার সহ আমরা নিজ উদ্যােগে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছি।
বিতরণের সময় উপস্থিত ছিলেন-স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
আনন্দবাজার/এস.কে




