করোনাভাইরাস এর আতঙ্কে বাংলাদেশ ছাড়বেন ৩২৫ জাপানি নাগরিক। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে নিজের দেশে ফিরবেন তারা। আগামীকাল (২ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ঐ ফ্লাইটটি ছেড়ে যাবে।
জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে বিশেষ এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
সম্প্রতি করোনাভাইরাসের কারণে ৪টি পৃথক বিশেষ ফ্লাইটে করে মার্কিন, মালয়েশিয়া ও ভুটানের কয়েক’শ নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো জাপানি নাগরিকদের নাম।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, ঢাকায় অবস্থানরত জাপানের ৩২৫ জন নাগরিক বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিজের দেশে ফিরবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে তাদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট জাপানের উদ্দেশে ছেড়ে যাবে।
আনন্দবাজার/ডব্লিউ এস