ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসক ও সংবাদকর্মীদের পিপিই বিতরণ করলেন মাশরাফী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে নড়াইলে পিপিই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় পিপিই তুলে দেন মাশরাফীর বাবা গোলাম মর্তুজা স্বপন।

তিনি জানান, চিকিৎসক ও সংবাদকর্মীদের জন্য এই পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট দেয়া হয়েছে। মাশরাফীর অর্থায়নে এদিন মোট ২৪০টি পিপিই বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পাচ্ছে দেশের মানুষ। কিন্তু, দেশের দায়িত্বরত চিকিৎসকরা আছেন সর্বোচ্চ ঝুঁকিতে। তাই নড়াইলের চিকিৎসকদের চাহিদানুযায়ী এই পিপিই প্রদান করা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন