ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক

করোনা মোকাবিলায় ঘর বন্ধি হয়ে আছেন সব মানুষ। তাই ঝালকাঠির জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা রাতের আঁধারে নিম্ন আয়ের মানুষের বাড়িতে পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী।

৩১ শে মার্চ রাতে জেলা প্রশাসক মো. জোহর আলী খাদ্য সামগ্রী বিতরণ করেন ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি ও কলেজ মোড় এলাকার কর্মহীন বেদে সম্প্রদায়ের ৭০টি পরিবারের মাঝে।

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সরকারের পক্ষ থেকে আমরা দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি। অব্যাহত থাকবে এই কর্যক্রম।

জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন ত্রান সামগ্রী বিতরণে সময়। তাছাড়াও জেলার ৪টি উপজেলা নির্বাহী কর্মকর্তারাও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিভিন্ন এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন