ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ডেঙ্গু নিয়ে জনসচেতনতামূলক সতর্কবানী

করোনাভাইরাসের প্রকোপ যেতে না যেতেই আশঙ্কা শুরু হতে পারে ডেঙ্গু নিয়ে। এজন্যে করোনা প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু নিয়ে সবাইকে ভাবতে হবে। শুধু সরকার বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে প্রত্যেককে, যার যার সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের নিজ নিজ আঙ্গিণায়।

আমাদের নিত্তনৈমিত্তিক জীবনে ব্যবহার করি এমন একটি কেমিক্যাল এডিস মশার ডিম, লার্ভা (larvae) বা পিয়ুপা (pupae) কে মারতে যথেষ্ট কার্যকর। তা হলো সোডিয়াম হাইপোক্লোরাইট। এটা ব্লীচ নামেও পরিচিত। বাজারে এটি Clorox নামেও বিক্রি হয়।

১.৫ গ্যালন পানিতে মাত্র দুই চা-চামচ ব্লীচ মেশালেই বদ্ধ পানির মশার ডিম, লার্ভা বা পিয়ুপা মারা যাবে এবং এডিস মশার বংশবৃদ্ধি হবে না। লার্ভাগুলো সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহারের আনুমানিক ২৫ মিনিট থেকে ৫ ঘন্টার মধ্যে মারা যায় এবং পিউপাগুলো ৫ ঘন্টা থেকে ২০ ঘন্টার মধ্যে মারা যায়। তবে মনে রাখবেন, সোডিয়াম হাইপোক্লোরেট একটি পূর্ণাংগ মশাকে মারতে পারে না।

বাজারে এক লিটার Clorox এর দাম মাত্র ৩২০ টাকা। উপরের হিসাব অনুযায়ী আপনি এক লিটার Clorox আনুমানিক ৮৫০ লিটার পানির সাথে মিশিয়ে মশার মারণাস্ত্র বানাতে পারবেন যা আপনি যে বিল্ডিং বা বাসায় থাকেন তার আশে-পাশের বদ্ধ পানিতে জন্মানো মশার ডিম, লার্ভা বা পিউপাকে মারার জন্যে যথেষ্ট ৷

এছাড়াও, 15% apple cider vinegar এর সাথে 85% পানি মিশিয়ে বদ্ধ পানিতে দিলেও মশার লার্ভা মারা যাবে।

তাই, আসুন যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ আঙ্গিণায় মশার বংশবৃদ্ধি বিনাশ করি ৷ কারো দিকে তাকিয়ে না থেকে প্রত্যেকেই অল্প খরচে নিজেদের সুরক্ষায় দ্বায়িত্বটি পালণ করুন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন