সারাবিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও সাত অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৩০ বাংলাদেশির মৃত্যু হলো। আর অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি অভিবাসী মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
যুক্তরাষ্ট্রে মারা যাওয়া ৭ জনের মধ্যে একজন ছিলেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান আলোচিত্রী আবদুল হাই স্বপন। ছিলেন জ্যামাইকার হিলসাইডে বসবাসরত ৩২ বছর বয়সী নিশাত চৌধুরী। এদিকে, এর আগে ২৯শে মার্চ নিউইয়র্কে করোনায় মারা যায় আট অভিবাসী বাংলাদেশি।
এদিকে, সোমবার (৩০ মার্চ) ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার নাম ছিল অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। অপুর আগেও ইতালিতে মারা যায় আরও দুই বাংলাদেশি।
করোনায় সৌদি আরবে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়। জানা যায়, আফাক হোসেন নামে এই চিকিৎসক মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। সম্প্রতি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে, যুক্তরাজ্যে সাতজন, স্পেন, কাতার, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে অভিবাসী বাংলাদেশি প্রাণ হারায়।
আনন্দবাজার/শাহী