ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিলের প্রথম সপ্তাহে আরো কঠিন সময় আসছে : সাঈদ খোকন

করোনাভাইরাস এর প্রকোপে এপ্রিলের প্রথম সপ্তাহে আরো কঠিন সময় আসছে। তাই সবাইকে সচেতন হয়ে এ ভাইরাস মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্ট মাজারে ৮০০ ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির সকল নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে বাসায় বাসায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এজন্য কাউন্সিলররা ও আঞ্চলিক কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। দক্ষিণ সিটির ৫০ হাজার পরিবারকে ত্রান বিতরণ করা হবে ১ মাস ধরে।

তিনি আরো বলেন, বর্তমানে ৩ দিনে এক হাজার ১০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হলো। আর বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় থাকলেও ত্রাণ নিয়ে বেরোনোর সময় সেটি মানেন নি কেউই।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন