ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমজীবীদের জন্য ৮০ হাজার টন চাল বরাদ্দ

করোনার কারণে বিপাকে পড়া শ্রমজীবী মানুষের জন্য আরো ৪০ হাজার টন চাল এবং ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এ নিয়ে এখন পর্যন্ত দুস্থদের সহায়তায় মোট ৮০ হাজার টন চাল এবং মোট ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হলো।

বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে প্রস্তুত করা হচ্ছে রিজার্ভ ফান্ডের ৬০ কোটি টাকা এবং আরও ৩ লাখ টন চাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, কর্মহীন এসব মানুষের খাদ্য সহায়তার জন্য এরই মধ্যে তিন দফায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় ৪০ হাজার টন চাল ও প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু ছুটি বাড়ায় এবার এই বরাদ্দ দ্বিগুণ করা হচ্ছে। তাই ছুটি আরও বাড়লেও সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত।

তিনি আরও বলেন, কোনো কারণে ছুটির মেয়াদ দীর্ঘ হলে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আরো ৩ লাখ টন চাল বরাদ্দ নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ত্রাণ বিতরণ নিয়ে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন