ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকি নিয়ে একসাথে কাজ করছে ২১শ’ পাটকল শ্রমিক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার দেবীদ্বারে চালু রয়েছে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ। যেখানে ঝুঁকি নিয়ে কাজ করছে ২১শ’ শ্রমিক।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, কাজ শেষে কারখানা থেকে বের হচ্ছে ৭শ’ শ্রমিক। একইসঙ্গে দ্বিতীয় শিফটের জন্য আরো ৭শ’ শ্রমিক কারখানায় প্রবেশ করছে। এদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক থাকলেও অধিকাংশই নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নেয়া হয়নি কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা অধিকাংশই করোনাভাইরাস সম্পর্কে জানেন না। তাদের ভাষ্যমতে- ‘মিল খোলা, আমরারে আইতো কইছে আমরা আইছি। মিলে কাজ চলে, আমরা কাজ করতাছি।’

সাংবাদিক পরিচয়ে সাদাত জুট মিলে প্রবেশ করতে চাইলে অনুমতি প্রদান করেননি প্রতিষ্ঠানটির সিবিএ সভাপতি নুরুল ইসলাম। তিনি জানান, মিল কর্তৃপক্ষ ১ এপ্রিল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে পর্যন্ত প্রতিদিনই কাজ চলবে।

এদিকে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম মো. আমজাদ হোসেন মোবাইলে জানান, ৩১ মার্চ কার্যক্রম শেষে শ্রমিকদের বেতন দিয়ে মিল বন্ধ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ডা. আহাম্মদ কবির জানান, যেখানে দুইজন পাশাপাশি থাকাই নিষিদ্ধ, সেখানে ২১শ’ শ্রমিকের একসাথে সমাগম অবশ্যই ঝুঁকিপুর্ণ। আমি অতিসত্বর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো।

এ বিষয়ে দেবীদ্বারের ইউএনও রাকিব হাসানের সঙ্গে বারবার চেষ্টা করেও কোনো যোগাযোগ করা যায়নি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন