ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ২বিঘা জমির পান বরজ পুড়ে ছাঁই 

ঝিনাইদহে গোলাম রসুল মন্টু নামের এক মুক্তিযোদ্ধার ২ বিঘা জমির পান বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর পৌর এলাকার পবহাটী গ্রামে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা গোলাম রসুল মন্টু জানান, প্রতিবেশি রমেন নামের এক ব্যাক্তি গত রোববার দুপুরে তার বাশ বাগানের শুকনো পাতায় আগুন দেয়। পরে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়ে তার পান বরজে ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে ঝিনাইদহ ফায়ারসার্ভিসের কর্মী ও এলাকা বাসীর যৌথ প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ওই মুক্তিযোদ্ধার ২ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, সম্প্রতি শৈলকুপা সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে পান চাষ করেন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত রমেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পবহাটী গ্রামে একটি পান বরজ আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন