বিশ্ব স্বাস্থ্য সমস্য করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশ জুড়ে চলছে পরিস্কার পরিছন্নতা অভিযান। তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ ও কাপ্তাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে ছিটানো হলো জীবাণুনাশক স্প্রে।
কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকা, নতুনবাজার, বড়ইছড়ি, উপজেলার সদর এলাকাসহ বিভিন্নস্থানে ছিটানো হয় এই জীবাণুনাশক স্প্রে।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক জানান, জনগণ সচেতন হলেই আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারি।
অন্যদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এই মুহূর্তে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।
আনন্দবাজার/শাহী